Logo

সারাদেশ

কুমিল্লায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৫:২৫

কুমিল্লায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

ক্রাফট ইন্সপেক্টরদের ১০ গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।

সকালে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি কোটবাড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করে ও অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে মহাসড়ক। দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান করলেও পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক ত্যাগ করতে বললে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে মিছিল করতে করতে পলিটেকনিক্যাল কলেজে কর্মসূচি সমাপ্ত করে।

শিক্ষার্থীরা জানান, ২০২১ সালে সম্পূর্ণ অনিয়ম করে নন টেকনিক্যাল ক্রাফট ইন্সপেক্টরদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ করা হয়। এতে বঞ্চিত হচ্ছেন ভোকেশনাল শিক্ষার্থীরা। ক্রাফট ইন্সপেক্টররা চাকরি ১০ গ্রেডের জন্য হাইকোর্টে আবেদন করে। যা সম্পূর্ণ অযৌক্তিক।

তারা আরও বলেন, মঙ্গলবার হাইকোর্ট তাদের পক্ষে রায় ঘোষণা করে। অনতিবিলম্বে এ অযৌক্তিক রায় বাতিল, শিক্ষক কর্মচারী নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল লোক নিয়োগ বন্ধকরণসহ ছয় দফা দাবির তোলেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছলে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর