মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণচাষি নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৬:৩৯
-67dbf060002f2.jpg)
সন্ত্রাসীদের গুলিতে নিহত লবণচাষি। ছবি : বাংলাদেশের খবর
মহেশখালীর কালারমারছড়া এলাকায় কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে এক লবণচাষী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এই ঘটনাটি ঘটে।
নিহতের শফিউল আলম (২৯) উপজেলার চিকনিপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে।
নিহতের ভাই মনিরুল আলম অভিযোগ করে বলেন, কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা লোকালয় থেকে প্যারাবনের দিকে পালানোর সময় শফিউল লবণ মাঠে কাজ করছিল এবং সন্ত্রাসীদের দেখে ফেলায় তারা তাকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীরা শফিউলকে গুলি করার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী উপকূল জোনের দায়িত্বরত কোস্ট গার্ডকে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘কালারমারছড়ায় সন্ত্রাসীদের কোস্ট গার্ডের ধাওয়াকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই