Logo

সারাদেশ

‘শূকরের বাচ্চা’ নিয়ে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত ২

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:০২

‘শূকরের বাচ্চা’ নিয়ে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত ২

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ‘শূকরের বাচ্চা’ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে সংঘর্ষে দুই বিএনপি নেতা আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার কুঠিবয়ড়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গাবসারা ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হন। আহতরা ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

আহত শফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন আগে প্রায় শতাধিক শূকর নিয়ে উপজেলার কুঠিবয়ড়া যমুনা নদীর তীরবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় একটি শূকর ছুটে আলমগীর মোল্লার বাড়ির পাশে কয়েকটি বাচ্চা প্রসব করে। পরে বাচ্চাসহ শূকরটি বাগদিবাড়িতে আলমগীর মোল্লার ভাতিজা আশিক মোল্লা এক হিন্দু পরিবারের কাছে বিক্রি করে দেয়। 

শূকরের মালিক বিষয়টি জেনে স্থানীয়দের নিকট বিচার দাবি করেন। এসময় ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলাম (শফি ফকির) আওয়ামী লীগ সমর্থিত আশিক মোল্লা ও লিয়াকত মোল্লাকে ডেকে শূকর বিক্রি করায় বকা দেন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি শফি ফকির ও সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভূঞপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’

আব্দুল লতিফ তালুকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শূকর বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর