Logo

সারাদেশ

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২, যুবদল নেতা বহিষ্কার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৮:০০

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২, যুবদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসিব মিয়া (২৮) নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের ভাই বাবু মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।  

বৃহস্পতিবার (২০ মার্চ) করা মামলায় ১৭ জনকে নামীয় ও অজ্ঞাত ৮ জনকে আসামি করা হয়েছে। রূপগঞ্জ থানার পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি রবিন মিয়া ও রমজান আলীকে গ্রেপ্তার করেছে। তাদের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, ‘হাসিব মিয়া হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামিম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া নিশ্চিত করেছেন।  

প্রসঙ্গত, গত ১৮ মার্চ গভীর রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমর্থিতদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে অটোরিকশা চালক হাসিব মিয়া নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।  

এন বি আকাশ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর