Logo

সারাদেশ

কুমিল্লায় সওজ’র উচ্ছেদ অভিযান

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৯:৪১

কুমিল্লায় সওজ’র উচ্ছেদ অভিযান

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘ বছর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজীতে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দীর্ঘবছর ধরে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে এসব দোকানগুলো দখলে ছিল। সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় মহাসড়কের দুপাশে অবৈধভাবে ফুটপাত দখলকারী ছোট-বড় ব্যবসায়ীদের প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘ বছর পর এসব দোকান গুলো উচ্ছেদ করায় আমাদের সাধারণ জনগণের জন্য অনেক ভালো হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান আমরা সাধারণ জনগণ স্মরণ রাখব। ভবিষ্যতে আবার কেউ দোকান যাতে না দেয় সে বিষয়ে প্রশাসন যেন মনিটরিং করে, সে আহ্বান থাকবে।

সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে যানজট সৃষ্টি করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল। এখান থেকে অনেকে অবৈধভাবে টাকা উত্তোলন করে অসাধু উপায়ে ব্যবসা করে আসছিল। এসব অবৈধ স্থাপনার কারণে সুয়াগাজী বাজারের দু`পাশের মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটে সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই উচ্ছেদ অভিযান। বাকি আরও দোকান মালিককে নিজ দায়িত্বে তাদের দোকান গুলো অপসারণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামীতেও আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ।’

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ, সদর দক্ষিণ মডেল থানা ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ,  বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে থানা পুলিশ, আনসার বাহিনীসহ স্থানীয়রা।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সওজ উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর