-67dc1e7e4654b.jpg)
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস ও নির্মম গণহত্যা এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলা বন্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছির ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে জেলা শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার আয়োজনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এইচএসএস সড়কে গিয়ে শেষ হয়।
সমাবেশে বামজোট জেলা শাখার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সদস্য মামুন হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম আসাদ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় গণহত্যার বন্ধে ইসরায়েলি দানব সরকার ও মদদদাতা মার্কিন সাম্রাজ্যবাদকে বাধ্য করতে বিশ্বমানবের সোচ্চার হতে হবে। গাজায় গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করে বিশ্বমানবতার নীতিনিষ্ঠ অবস্থান চাই। আন্তর্জাতিক আইনে স্বীকৃত যুদ্ধবিরতির বিধান লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনী আবারও নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে। গত ১৭ মার্চ রাত থেকে ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত এই মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। যা শতাব্দীর অন্যতম জঘন্য হত্যাকাণ্ড।’
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, ‘প্রধানত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি করে। আবার সেই যুক্তরাষ্ট্রেরই পরামর্শে যুদ্ধবিরতি লঙ্ঘন করানো এক ব্যাপকতর এবং নিষ্ঠুরতম প্রতারণা। প্রতারণাই যে সাম্রাজ্যবাদের মূল বৈশিষ্ট্য তা আবারও প্রমাণিত হলো। নেতৃবৃন্দ, অবিলম্বে হামলা বন্ধ, যুদ্ধবিরতি কার্যকর করা, বন্দি মুক্তি এবং গাজায় ত্রাণ সাহায্য আরো জোরদার করার জন্য জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।’
এম বুরহান উদ্দীন/এমআই