Logo

সারাদেশ

মিলন হত্যাকাণ্ড

আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল ঠাকুরগাঁও

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ২০:২৯

আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের শিকার হওয়া দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র মিলন হোসেনের (২২) লাশ ২৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ হিসেবে পরিবার ২৫ লাখ টাকা দিলেও মিলনকে জীবিত ফেরত পায়নি তারা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৩টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর বিটবাজার এলাকার এক পরিত্যক্ত টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ফেসবুকে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে মিলনের যোগাযোগ হয়। একপর্যায়ে দেখা করার জন্য তাকে ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাট এলাকায় ডাকা হয়। ওই দিন দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরে আসেননি মিলন। রাত ১টার দিকে তার বাবার মোবাইলে ফোন করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  

পরিবার বিষয়টি সদর থানায় জানিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে অপহরণকারীদের সঙ্গে সমঝোতা করে ২৫ লাখ টাকা পরিশোধ করলেও মিলনকে ফিরিয়ে দেয়নি তারা। পুলিশি তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণের তিনদিন আগেই মিলনকে হত্যা করে অপহরণকারীরা।  

অপহরণের ঘটনার তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সিজান আলী (২৮), মুরাদ (২৫) ও রত্না আক্তার রিভাকে (১৯) আটক করে। তাদের মধ্যে মুরাদের হেফাজত থেকে ৪ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিজানের বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের স্ল্যাব খুঁড়ে মিলনের মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত মিলনের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্বজনরা তার হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেন। জেলা প্রশাসক ইসরাত ফারজানা দ্রুত বিচার ও দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা চৌরাস্তায় অবস্থান নিলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।  

এর আগে, বিক্ষুব্ধ জনতা প্রধান আসামি সিজানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  

এ  বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরে আমরা মামলাটি নিয়ে কাজ করছিলাম। কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকার করেছে, মিলনকে তারা হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আবু সালেহ/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মিলন হত্যাকাণ্ড উত্তাল গ্রেপ্তার প্রেমের ফাঁদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর