রাস্তার ওপরে অবৈধ স্থাপনা ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, শেরপুর
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:৩১

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসানোর অপরাধে দুই ফল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে শেরুয়া বটতলা রাস্তার ওপরে অবৈধ দোকান ও স্থাপনা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় ও উচ্ছেদের নির্দেশ দেন।
জানা গেছে, শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ফল ব্যবসায়ী রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগেও রাস্তার মধ্যে অবৈধ স্থাপনা করার অপরাধে ফল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। কিন্তু পুনরায় রাস্তা দখল করার অপরাধে ফল ব্যবসায়ী আলম ও প্রবীরকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় আশিক খান বলেন, শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে যদি অবৈধ স্থাপনা সরানো না হয়, তাহলে শেরপুর পৌরসভার বিভিন্ন রাস্তাসহ শেরুয়া বটতলা এলাকায় পুনরায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাতে শহরের সড়কগুলো সুষ্ঠু ও নিরাপদ থাকে।
আ. ওয়াদুদ/এমবি