Logo

সারাদেশ

ফেনীতে ১৫ হাজার বেকার পাচ্ছে কারিগরি প্রশিক্ষণ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৩৪

ফেনীতে ১৫ হাজার বেকার পাচ্ছে কারিগরি প্রশিক্ষণ

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর দক্ষিণ কাশিমপুর এলাকায় অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছর প্রায় ১৫ হাজার বেকার যুবক ও যুবতী প্রশিক্ষণ নিচ্ছে। এ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশীয় ও বিদেশি চাকরির বাজারে দক্ষকর্মী তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এ প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি তিন মাস পর পর অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। প্রকাশ্যে লটারির মাধ্যমে পাঁচটি সেশনে ২৫ জন করে ১২৫ জন যুবক ও যুবতী প্রশিক্ষণ গ্রহণ করেন। এ সেশনে প্রশিক্ষণ দেওয়া হয় কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেইন ও মোটর ড্রাইভিং। এছাড়া দেশ-বিদেশের ড্রাইভিং প্রকল্পের আওতায় ১৫০ জন করে বছরে প্রায় ১ হাজার ৮০০ যুবককে ড্রাইভিং ও অটোমেকানিক্স প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিমাসে গড়ে ১ হাজার ৩০০ বিদেশগামী যুবক-যুবতীকে ওরিয়েন্টেশন ট্রেনিং দেওয়া হয়। এ প্রশিক্ষণ থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বেকার যুবক ও যুবতী প্রশিক্ষণ নিয়ে বিদেশে চলে যাচ্ছে। অনেকে দেশে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সোহরাব হোসেন মোল্লা বাংলাদেশের খবরকে জানান, ফেনীতে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা এ প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ার পর ফেনীসহ আশপাশের জেলার বেকার যুবক-যুবতী সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব দূর করছে। পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। এতে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। ইচ্ছে করলে যে কোনো মানুষ সরকারি নিয়ম মেনে এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে পারবে। এখান থেকে ড্রাইভিং শিখলে বিনা মূল্যে সরকার লাইসেন্স দিচ্ছে।

এছাড়াও অন্যান্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ দিয়ে যে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা যাবে বলে জানান তিনি।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর