চাঁদপুরে ২৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৪:৩৩

ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২১ মার্চ) সকালে র্যাব-১১ কুমিল্লার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২০ মার্চ রাতে র্যাব-১১ এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের শ্রীরামদী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. এমরান হোসেন (৩৩), মো. আলী আকবর খান (৪২), শাবানা বেগম (৩০) ও মো. আলামিন শেখ (২৮) নামের চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার এমরান ঢাকার শ্যামপুর থানার হাফেজনগর গ্রামের হিরু মিয়ার ছেলে, আকবর খুলনার সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীন খানের ছেলে, শাবানা বেগম একই গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে এবং আলামিন খুলনার রূপসা থানার জাবুসা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁদপুর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করত। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলআমিন ভূঁইয়া/এমবি