Logo

সারাদেশ

গারো পাহাড়ে বৈদ্যুতিক তারে হাতির মৃত্যু, কৃষক আটক

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৪:৫৪

গারো পাহাড়ে বৈদ্যুতিক তারে হাতির মৃত্যু, কৃষক আটক

ছবি : বাংলাদেশের খবর

শেরপুরের নালিতাবাড়ির গারো পাহাড়ের সমশ্চুরা গ্রামে বৈদ্যুতিক জিআই তারের বেড়ায় জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। হাতি হত্যার অভিযোগে কৃষক জিয়াউল হককে আটক করেছে বনবিভাগ ও পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

আটক কৃষক জিয়াউল হক নালিতাবাড়ীর সমশ্চুরা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

নালিতাবাড়ী মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগ জানায়, সরকার ও বনবিভাগ বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরণ করতে নগদ টাকা ভর্তুকি দিয়ে থাকে। সম্প্রতি জিয়াউল হকও ৪০ হাজার টাকা ভর্তুকি গ্রহণ করেন। তবে এরপরেও তিনি তার ধানের জমিতে হাতি মারার জন্য বৈদ্যুতিক জিআই তারের ফাঁদ পাতে। বৃহস্পতিবার রাতে ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি মাদি হাতি মারা যায়। এর আগেও গত বছরের নভেম্বর মাসে মধুটিলা এলাকায় একইভাবে আরেকটি হাতিকে বৈদ্যুতিক তারে হত্যা করা হয়।

এ ঘটনায় গত ১০ বছরে গারো পাহাড়ে ২৭টি হাতি মারা গেছে। এ সময়ে ২৫ জন মানুষও হাতির আক্রমণে মারা গেছেন।

নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, বৈদ্যুতিক তার দিয়ে হাতি হত্যার অভিযোগে জিয়াউল হককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শাহরিয়ার শাকির/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর