Logo

সারাদেশ

প্রতিবেশীকে ফাঁসাতে হত্যা মামলা : দিন কাটছে পুলিশি পাহারায়

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৫:২১

প্রতিবেশীকে ফাঁসাতে হত্যা মামলা : দিন কাটছে পুলিশি পাহারায়

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে সম্প্রতি একটি হত্যা মামলার ঘটনা ঘটেছে। সেখানে কয়েকটি পরিবার পুলিশের পাহারায় বসবাস করছেন। 

এ ঘটনার সূত্রপাত হয় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ থেকে। সোমবার (১৬ মার্চ) দুপুরে আব্দুল মজিদ ও তার সহযোগীদের সঙ্গে রফিকুল ও তার সহযোগীদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা হয়। তবে বিবাদী পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা বজায় ছিল এবং বাদির মা ছবিরন বেগম (৬৫) পরে অসুস্থ হয়ে পড়েন।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বিকেল ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক হায়দার আলীকে ডাকা হয়। চিকিৎসক তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরামর্শ দেন, কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছবিরন বেগম মারা যান।

মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে রফিকুলের সহযোগীরা আব্দুল মজিদের সহযোগীদের বাড়ি ভাঙচুর করে এবং তাদের ঘরে অবরুদ্ধ করে রাখে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর থেকেই বিবাদীদের বাড়ি পাহারা দিচ্ছে পুলিশ। তবে, পুলিশ চলে গেলে যে কোনো সময় বাদী পরিবার বিবাদী বাড়ি ভাঙচুর ও লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিবাদীর পরিবার। 

এ বিষয়ে পল্লী চিকিৎসক হায়দার আলী জানান, ছবিরন বেগমের শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের চিকিৎসা না দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।’

আতিকুর রহমান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর