Logo

সারাদেশ

মহেশপুরে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৮:০৮

মহেশপুরে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ছবি : বাংলাদেশের খবর

ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বুধবার (১৯ মার্চ) রাত ১১টায় দুই বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

পরে শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে ফেরত পাঠানো হয়।  

তারা হলেন-মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭) এবং বরিশালের আগৈলঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)।  

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৯ মার্চ) রাত ১১টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। আটকদের কাছ থেকে পাওয়া পরিচয়পত্র ও মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। পরে বেনীপুর সীমান্তে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।  

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বেনীপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ এবং বিএসএফের পক্ষে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা নেতৃত্ব দেন।  

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘বিজিবি সদস্যরা আটক দুইজনকে থানায় নিয়ে এসেছে। তরুণীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর যুবককে আদালতে পাঠানো হয়েছে।’

এম বুরহান উদ্দীন/এমআই

ঝিনাইদহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর