Logo

সারাদেশ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০০:৪৭

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা সুনামগঞ্জের প্রতিটি মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে ট্রাফিক পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনে দোয়ার মাধ্যমে শেষ হয়৷

এর আগে সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বর্বরতা, ভারতের মুসলিম নির্যাতন সবই মুসলিমদের উপর অত্যাচার। সারা বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে মুসলিমদের অত্যাচার করা হয়৷

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জের সকল ব্যবসায়ীদের আহ্বান করে বলেন, আপনারা ইসরাইলের সকল পণ্য বয়কট করুন৷ যদি না পারেন তাহলে আমাদেরকে বলুন আমরা আপনাদের থেকে ক্রয় করে এই ট্রাফিক পয়েন্টে আগুনে জালিয়ে দেব৷

মুফতি আব্দুল হক আহমদি সাহেবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি বদরুল আলম, সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা মজিবুর রহমান সাহেব, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইমনদ্দোজা, সায়মন সিহাব প্রমুখ৷

আব্দুল হালিম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর