আ.লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:৪৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে চলমান আলোচনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ছাত্র গণঅভ্যুত্থানে রক্তের বন্যায় আওয়ামী লীগ ভেসে গেছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার বা সুযোগ নাই।
শুক্রবার (২১ মার্চ) ময়মনসিংহের হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে পৌর বিএনপির ৭, ৮, ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এই আলোচনা অভ্যুত্থানে শহীদের রক্তের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারের বিষয়টি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের রাজনীতি করা বা না করা নিয়ে আলোচনা শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা।
এ অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকেরউল্লাহ সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব আব্দুল আজিজ খান সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, শামসুল আলম শামস, মনিরুজ্জামান স্বাধীন, সিদ্দিক হোসেন মোল্লা, আনোয়ার হোসেন প্রমুখ।
ওমর/এমবি