Logo

সারাদেশ

মাটির প্রলেপে ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:০৬

মাটির প্রলেপে ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের বিভিন্ন অংশে ডাম্পট্রাক ও মিনি ট্রাকে মাটি পরিবহনের সময় ঝরে পড়ে বিটুমিনের ওপর ছোট ছোট মাটির প্রলেপ পড়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পুরো সড়কটি। বিশেষ করে রাতের বেলা লবণবাহী ট্রাক থেকে নির্গত পানি ও কুয়াশা মিশে সড়কের বিটুমিনের ওপর পিচ্ছিল কাদাযুক্ত আবরণ সৃষ্টি করছে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

দূরপাল্লার যানবাহনের পাশাপাশি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন মোটরসাইকেল আরোহীরা। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) ও পাহাড়-টিলা কেটে ইটভাটা ও নীচু জায়গা ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। এসব মাটি ডাম্পট্রাক ও মিনি ট্রাকের মাধ্যমে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়ক হয়ে গন্তব্যে নেওয়া হয়। কিন্তু ট্রাক ভর্তি মাটি পরিবহনের সময় অনেক মাটি সড়কে ঝরে পড়ে, যা যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।

স্থানীয়দের অভিযোগ, কৃষি জমি রক্ষা ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। ফলে মাটিদস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এক্সকাভেটরের মাধ্যমে দিনে-রাতে কৃষিজমির টপসয়েল কাটা হচ্ছে। এভাবে চলতে থাকলে ফসলি জমি, পাহাড় ও টিলা ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

মহাসড়কের দোহাজারী পৌর সদর ও বাগিচাহাট এলাকায় সরেজমিন দেখা যায়, বিটুমিনের ওপর মাটির স্তর পড়ে সড়ক পিচ্ছিল হয়ে গেছে। বিশেষ করে রাতে লবণবাহী ট্রাক থেকে নির্গত পানি মাটির সাথে মিশে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

মোটরসাইকেল আরোহী তোমার ইমতিয়াজ আহমেদ বাংলাদেশের খবর-এর প্রতিবেদককে বলেন, সড়কের বিভিন্ন জায়গায় মাটির স্তর পড়ে এটি খুবই পিচ্ছিল হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এ সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতে লবণবাহী ট্রাক থেকে নির্গত পানি মাটির সঙ্গে মিশে মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করছে।

এ বিষয়ে দোহাজারী সড়ক বিভাগের শুভ রঞ্জন চাকমা বলেন, আমরা পুলিশকে এ বিষয়ে চিঠি পাঠাবো, যাতে তারা আইনগত ব্যবস্থা নেয়। যারা জনগণের ক্ষতি করছে, তাদের সাধারণ জনগণকেও প্রতিহত করতে হবে। কোথা থেকে এসব মাটি আসছে এবং কোথায় যাচ্ছে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

এম হেলাল উদ্দিন নিরব/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর