Logo

সারাদেশ

ফেনীতে গৃহহীনদের নতুন ঘর, অসচ্ছল পরিবারকে উপহার প্রদান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:৪৪

ফেনীতে গৃহহীনদের নতুন ঘর, অসচ্ছল পরিবারকে উপহার প্রদান

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে গৃহহীনদের জন্য নতুন ঘর তৈরি এবং ছয় শতাধিক অসচ্ছল-অসহায় পরিবারকে উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক কাতার প্রবাসী সিআইপি এম সাখাওয়াত খান।

শুক্রবার (২১ মার্চ) এম এস খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডোমুরুয়া খাঁন বাড়ির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবদুল হাইয়ূম খাঁন জুয়েল।

মুফতি আবদুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর আলম, বন্ধুর বন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি.এম. তাজউদ্দীন পলাশ ও পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার।

বক্তারা এম সাখাওয়াত খাঁন সিআইপির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং তার কাজের মাধ্যমে এলাকায় অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অনুপ্রাণিত হন। শেষে গৃহহীনদের মাঝে নতুন ঘর ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর