Logo

সারাদেশ

বান্দরবান সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৫৪

বান্দরবান সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় নুর হোসেন নামে আরও একজন আহত হন।

শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় কাঁটাতারের পাশে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, তিনি তুমব্রুর উলুবুনিয়া এলাকার নুরুল কবিরের ছেলে।

আহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে ধানক্ষেতে পানি দিতে যান জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় মিয়ানমারের অভ্যন্তর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে জাহাঙ্গীরের বাম পায়ে গুলি লাগে এবং নুর হোসেনও সামান্য আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ও নুর হোসেন চোরাচালান কাজে জড়িত ছিল। কাঁটাতার অতিক্রম করে পণ্য আদান-প্রদানের সময় মিয়ানমার থেকে গুলি করা হয়।

এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল জানান, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার সময় ওপার থেকে গুলি করা হয়। এতে তারা গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর ও নুর হোসেন মিয়ানমারের কোনো চোরাচালান কার্যক্রমের সাথে জড়িত ছিল কিনা, তা তদন্ত করা হচ্ছে।

সোহেল কান্তি নাথ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর