Logo

সারাদেশ

মণিরামপুরে বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৫:১২

মণিরামপুরে বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব ‘ষড়যন্ত্রকে’ পাত্তা না দিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় জনসেবক হিসেবে পরিচিত। বিগত ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সামান্য ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট খান টিপু সুলতানের কাছে পরাজিত হন। ২০০২ সালে বিএনপির কাউন্সিলে সাবেক সভাপতি মোহাম্মদ মুছাকে পরাজিত করে তিনি দলীয় সভাপতি নির্বাচিত হন। 

দলীয় নেতাকর্মীরা জানান, ২০০৪ ও ২০১০ সালে পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন শহীদ ইকবাল। তবে পরবর্তীতে আওয়ামী লীগের প্রার্থীরা ‘ভোট ডাকাতির’ মাধ্যমে তাকে পরাজিত করেন বলে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ। এরপরও তিনি দলের জন্য কাজ করে গেছেন। এমনকি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় তার বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা দায়ের করা হয় এবং তাকে কয়েকবার কারাবরণও করতে হয়েছে।

বর্তমানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে কাজ করছেন শহীদ ইকবাল। এরই মধ্যে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ও গত ফেব্রুয়ারিতে পুনরায় সভাপতি নির্বাচিত হন। তবে তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা।

কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম বলেন, ‘শহীদ ইকবালের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে।’

শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি চক্র শহীদ ইকবালের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা মিথ্যা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। তবে এসব অপপ্রচারে তার জনপ্রিয়তায় কোনো চিড় ধরাতে পারেনি তারা। বরং তার জনপ্রিয়তা আরও বেড়েছে।’

ঝাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালিয়ে শহীদ ইকবালের জনপ্রিয়তা কমাতে পারেনি। বরং তার প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে।’

উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, ‘সারাজীবন আমি মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষের কল্যাণে সব সময় অগ্রণী ভূমিকা পালন করব। ষড়যন্ত্র করে মানুষের মন থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। জনগনই একদিন এসব ষড়যন্ত্রকারীদের জবাব দেবে।’

  • জাহাঙ্গীর আলম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর