অনুপ্রবেশকালে নৌকাডুবি, ২৫ রোহিঙ্গা উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ

টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:২৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া এলাকায় বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় বিজিবি ও স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারী এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।
শনিবার (২২ মার্চ) ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় নৌকার তলা ফেটে গিয়ে সাগরে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে উদ্ধার অভিযান শুরু করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘ভোররাতে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা সাগরপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যায়। বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। তবে উদ্ধারকার্যক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ বিজিবি সদস্যসহ অন্য কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
স্থানীয় জেলেরা জানান, ভোররাতে তারা সাগরে মাছ ধরছিলেন। এ সময় তারা একটি নৌকা ডুবে যাওয়ার শব্দ শুনতে পান। পরে তারা বিষয়টি বিজিবিকে জানান। বিজিবি সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করলে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রোহিঙ্গারা জানান, তারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসছিলেন। সাগরে নৌকা ডুবে যাওয়ার পর তারা সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। এ সময় বিজিবি ও স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বিজিবি সদস্যরা খুব দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তাদের সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য আমরা কৃতজ্ঞ। তবে নিখোঁজ বিজিবি সদস্যকে দ্রুত উদ্ধার করার জন্য আমরা প্রার্থনা করছি।’
বর্তমানে উদ্ধারকৃত রোহিঙ্গাদের বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারের জন্য উদ্ধারকারী দল সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইব্রাহীম মাহমুদ/এমজে