Logo

সারাদেশ

চন্দনাইশে জমজমাট ঈদের বাজার

Icon

এম হেলাল উদ্দিন নিরব

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৯:৪৬

চন্দনাইশে জমজমাট ঈদের বাজার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। উপজেলার বিভিন্ন শপিংমল ও মার্কেটে চলছে বেচাকেনার ধুম। রমজানের প্রথম থেকেই কেনাকাটা শুরু হলেও এখন তা তুঙ্গে পৌঁছেছে।

ক্রেতাদের আকর্ষণ করতে ব্যবসায়ীরা দোকান সাজিয়েছেন বাহারি পোশাকের পসরা দিয়ে, পাশাপাশি শপিংমলগুলোতে করা হয়েছে আলোকসজ্জা।

ব্যবসায়ীরা জানান, প্রতি বছর সাধারণত ১৫-২০ রমজানের পর বাজার সরগরম হয়। তবে এবার শুরু থেকেই কেনাকাটার গতি বাড়তে দেখা গেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শপিংমলগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে নারীদের কেনাকাটায় সরব উপস্থিতি লক্ষণীয়। দোকানিরা বলছেন, ক্রেতাদের আগ্রহ এবং কেনাকাটার ধরণ দেখে মনে হচ্ছে, ২২ রমজানের পর আরও ব্যস্ত সময় পার করতে হবে।

সরেজমিনে দেখা গেছে, চন্দনাইশের সবচেয়ে বড় শপিংমলগুলোতে বেচাকেনার ব্যস্ততা বেড়েছে। সামশুদ্দিন সুপার মার্কেট, খাঁনহাটের আজিজ শপিং সেন্টার, এনুমিয়া মার্কেট, ওয়ান আজিজ শপিং সেন্টার, গণি সুপার মার্কেট, ছিদ্দিক বাছুরা মার্কেট-এ ঈদের কেনাকাটার ধুম পড়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, রমজানের পঁচিশ রমজানের পর কেনাকাটার পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে, ক্রেতারাও বলছেন, সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে পারায় তারা খুশি।

এবারের ঈদবাজারে নারীদের জন্য টাঙ্গাইল ও তাঁতের শাড়ি, দেশীয় জামদানি, বাহারি থ্রিপিস বিক্রি হচ্ছে বেশি। পাশাপাশি ফ্যাশনপ্রেমীদের জন্য আধুনিক ডিজাইনের পোশাকের চাহিদাও তুঙ্গে। ব্যবসায়ীদের মতে, সারারা, আলিয়া কার্ড, সাদা বাহার, ওয়াকা, সাকিরা, তেরেনাম ও সোহানা ডিজাইনের পোশাক এবার বেশ জনপ্রিয়তা পেয়েছে।

বিশেষ করে ভাইরাল ও ফারসি নামে দুই ধরনের পোশাক বেশ ভালো সাড়া ফেলেছে। শপিংমলগুলোতে এসব পোশাক কিনতে ক্রেতাদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর