নোয়াখালীতে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, হাসপাতালে ভর্তি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:১১
-67cb2df3b32a7-67df6de7edc9a.jpg)
নোয়াখালীর সোনাইমুড়িতে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং এরপর ওই শিশুকে হাসপাতালেও ভর্তি হয়েছ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তবে শিশুটি গুরুতর অসুস্থ থাকায় সে কার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।
শিশুটির মা জানান, শনিবার বিকেলে শিশুটিকে বাড়ির পাশের দোকানে পাঠান তিনি। প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি তাকে খুঁজতে বের হন। তখন পথে শিশুটিকে অনেকটা ঢুলতে ঢুলতে বাড়ির দিকে আসতে দেখেন তিনি। এ সময় সে কোনো কথা বলতে পারছিল না। পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালটির গাইনি বিভাগের চিকিৎসক জানান, শিশুটির শারীরিক কিছু পরীক্ষা করা হয়েছে। অন্যান্য আরও পরীক্ষার জন্য তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, প্রাথমিক তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে, তবে শিশুটি কার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে সে তথ্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএইচ/