Logo

সারাদেশ

মির্জাপুরে অবৈধ মাটি কাটায় ১০ লাখ টাকা জরিমানা

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৫৯

মির্জাপুরে অবৈধ মাটি কাটায় ১০ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ মার্চ) বিকাল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। অভিযানে মির্জাপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বেলতৈল, পলাশতলী ও আশপাশের এলাকায় গোপনে লালমাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলাশতলী গ্রামের আবুল হোসেনের ছেলে রাজিব শিকদারকে ৫ লাখ টাকা, নুরুল ইসলামের ছেলে সারোয়ার হোসেনকে ২ লাখ টাকা, কবির হোসেনের ছেলে হৃদয় ১ লাখ টাকা ও বেলতৈল গ্রামের লুৎফর রহমানের ছেলে আহাদ হোসেন ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারজনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসন সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাব্বি ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর