Logo

সারাদেশ

কুয়াকাটায় বিশ্ব আবহাওয়া দিবস পালিত

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৪:১১

কুয়াকাটায় বিশ্ব আবহাওয়া দিবস পালিত

পটুয়াখালির কুয়াকাটায় বিশ্ব আবহাওয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। জাগোনারী সংস্থার উদ্যোগে, জার্মান ফেডারেল ফরেন সার্ভিস অফিসের অর্থায়ন এবং রাইমস ও সেইভ দ্য চিলড্রেনের সহযোগিতায় রোববার (২৩ মার্চ) এ দিবসটি পালন করা হয়।

এদিন সকালে উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়, যার থিম ছিল ‘Closing the Early Warning Gap Together’। র‍্যালিটি মহিপুর বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।

র‍্যালির পর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহিপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. আব্দুস সোবহান হাওলাদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াহেদ মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য মোসা. ছকিনা বেগম ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ।

সভায় বক্তারা বলেন, ক্রমবর্ধমান জলবায়ু বিপদ মোকাবিলায় প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা অত্যন্ত জরুরি। এগুলি কার্যকরভাবে বাস্তবায়ন হলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন— ঝড়, বন্যা ও তাপপ্রবাহের ক্ষতি কমানো সম্ভব।

জাকারিয়া জাহিদ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর