Logo

সারাদেশ

নরসিংদীর বাবুরহাটে আগুন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৪:৫১

নরসিংদীর বাবুরহাটে আগুন

নরসিংদীর শেখেরচর বাজারের বাবুরহাটে গভীর রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাবুরহাটের শত শত দোকান পাট।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শেখেরচর বাজারের ৫তলা বিশিষ্ট হাজী আব্দুল কাদের ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত আমির হোসেনের মালিকানাধীন অভি থ্রি-পিস ও কাপড়ের গোডাউনে আগুন লাগে। আগুনে থ্রি-পিসসহ অন্যান্য কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অন্যান্য দোকান ও ভবনটি পাশের দোকানগুলোর কোনো ক্ষতি হয়নি।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আল-আমিন রহমান বলেন, মহান আল্লাহ্ তায়ালা বাজারটি অল্পের জন্য রক্ষা করেছেন। এ বাজারে আগুন লাগলে শত শত ব্যবসায়ী নিঃস্ব হয়ে যেতেন। আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের ধন্যবাদ জানাই, তাদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রায়হান জানান, রাত সোয়া ২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রথমে আগুনের লেলিহানকে ঘিরে ফেলেন, যাতে অন্য দোকানে ছড়িয়ে না পড়ে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে গোডাউনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি, যা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সুমন রায়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর