নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, আটক ২

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৭:০১

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিরব (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় দুই নৌকার মাঝিকে আটক করেছে নৌ পুলিশ। তারা হলেন, নাজমুল (২০) ও মো. নয়ন (২৪)।
রোববার (২৩ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের বড়স্টেশন কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নিরব ওই এলাকার জাহাঙ্গীর কাজীর ছেলে এবং আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে নিখোঁজের পর ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিট, কোস্ট গার্ডের ডুবুরি দলসহ স্থানীয়রা শিক্ষার্থীর খুঁজে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল জানান, দুপুরে কয়লাঘাট ডাকাতিয়া নদীতে নিরবসহ কয়েকজন গোসল করতে নামে। তারা নদীর একপাশ থেকে অপর পাশে সাঁতার কাটতে গেলে একটি ইঞ্জিনচালিত নৌকার পাখার ধাক্কায় নিরব আঘাত পেয়ে তলিয়ে যায়। এ ঘটনায় দুই মাঝিকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আলআমিন ভূঁইয়া/এটিআর