
ফেনীতে মসজিদে ইতিকাফ অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামে এক মুসল্লি মারা গেছেন। রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তার মৃত্যু হয়।
নুর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।
বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী জানান, মাহে রমজানের নাজাতের দশ দিনে ২০ রমজান (২১ মার্চ) সন্ধ্যা থেকে নুর আলম বাবুল মসজিদে ইতিকাফে অবস্থান করছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
মৃত্যুর পর তার মরদেহ বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নুর আলম বাবুলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এমরান পাটোয়ারী/এমবি