Logo

সারাদেশ

তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:০৩

তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবেশীর তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মমিনুল ইসলাম বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিশুটি প্রতিবেশী মমিনুল ইসলামের বাসায় যায়। ওই সময় মমিনুল বাড়িতে একাই ছিল। বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় তিনি শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়িতে ফিরে এসে তার মাকে ঘটনাটি জানায়। বিষয়টি শুনে পরিবারের সদস্যরা পুলিশকে অবহিত করেন।

পুলিশ সংবাদ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় শিশুটিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রদীপ রায় জিতু/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর