Logo

সারাদেশ

লামায় যুবকের আত্মহত্যার অভিযোগ

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৩:১৬

লামায় যুবকের আত্মহত্যার অভিযোগ

বান্দরবানের লামায় আমজাদ হোসেন (৩০) নামে এক যুবক নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ‘গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার লামা সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আমজাদ হোসেন মুক্তিযোদ্ধা মৃত রজ্জব আলীর ছেলে।

নিহতের বড় ভাই আজগর আলী জানান, সোমবার সকালে কাজে যাওয়ার সময় ছোট ভাইকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

তিনি অভিযোগ করেন, শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিওর ম্যানেজার গত ১৫ দিন ধরে ঋণের টাকা পরিশোধের জন্য আমার ভাইকে নানাভাবে চাপ দিচ্ছিল। গতকালও কিস্তি পরিশোধের তারিখ ছিল। এ ছাড়া তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হবে।

বেলাল আহমদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর