বান্দরবানে সেনা রিজিয়নের মানবিক সহায়তা বিতরণ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৪:১০

ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা এবং বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরের জন্য খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে বান্দরবানের সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান।
এ সময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে জিথ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলীসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজ প্রদান করা হয়। এছাড়া মসজিদের ইমামকে একটি বাইসাইকেল, মাদ্রাসার জন্য একটি আলমারি, ঘর তৈরির জন্য ১০ বান ঢেউটিন ও ৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বাসন্তী পূজা উদযাপনের জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
মানবিক সহায়তা প্রদানকালে মেজর পারভেজ রহমান বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ বান্দরবান জেলা। এখানে বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, বিপদে-আপদে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বন্ধু। তারই ধারাবাহিকতায় বান্দরবান সেনা রিজিয়ন অসহায় ও দুস্থদের সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সোহেল কান্তি নাথ/এমবি