Logo

সারাদেশ

কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, গোলাগুলিতে নারীসহ আহত ৬

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:২১

কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, গোলাগুলিতে নারীসহ আহত ৬

কক্সবাজার পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুপালি বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমজাদ (৪০), মো. হোছেন (৫৫), মিনা আক্তার, বেলাল উদ্দিন, আবুল কালাম ও আলমগীর। গুলিবিদ্ধ আলমগীর ও আমজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার এলাকার মিজানুর রহমান সহযোগীরা ও মালেকপাড়া এলাকার ফরহাদের সহযোগীরা সঙ্গে লবণ চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু’পক্ষের মধ্যে এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, ‘সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর