Logo

সারাদেশ

সড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণ, ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত

Icon

চন্দনাইশ ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২০:৪৫

সড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণ, ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত

চন্দনাইশে সড়কের জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণ ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ মার্চ) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাজীর পাড়ায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট ডিপ্লোমেসি চাকমা। 

জানা যায়, সাতবাড়িয়া ইউনিয়ন এলাকায় চলাচলের জায়গা অবৈধভাবে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করেন বাচা মিয়ার ছেলে সাইফ উদ্দিন। এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সত্যতা মেলে। অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বারবার নোটিশ প্রদান করা হলেও কোনো কাজ না হওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে জনসাধারণের জন্য চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে বাউন্ডারি নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছিলেন ওই ব্যক্তি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।’

এম হেলাল উদ্দিন নিরব/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর