Logo

সারাদেশ

কক্সবাজারে ৩ শিশুর মৃত্যু

বাবার জালে উঠে এলো ছোট্ট মেয়ের লাশ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:০৮

বাবার জালে উঠে এলো ছোট্ট মেয়ের লাশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাহারছড়া এলাকায় পানিতে ডুবে একই গ্রামের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই এলাকার মনজুর আলমের মেয়ে মরিয়ম (৯), ইউসুফ নবীর মেয়ে রিয়া মনি (৯) ও জাফর আলমের কন্যা তসলিমা (৮)।

জানা যায়, সোমবার (২৪ মার্চ) বিকেলে গ্রামের একটি বিলে শাক তুলতে যায় তারা। এরপর থেকে তাদের খোঁজ পায়নি পরিবার।

নিহত মরিয়মের পিতা মনজুর আলম জানান, গ্রামের একটি ছেলের কাছে খবর পেয়ে বিষয়টি সন্দেহজনক লাগলে জাল নিয়ে বিলে ছুটে যান তিনি। পরে জাল ফেলতে প্রথমবারেই নিজের মেয়ের মরদেহ জালে আটকায়।

একে একে আরও দুইবার জাল ফেলে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ শিশুদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন বলে জানান মনজুর আলম।

বিলের এতো পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টির কারণ জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, বিগত কয়েকমাস আগে জালালাবাদের এই ধনকা বিল থেকে প্রচুর পরিমাণে মাটি কেটে নেওয়া হয়েছে। ফলে জমিতে গভীর গর্তের তৈরি হয়েছে। পরে ধান চাষ করতে ফসলি জমির পানিতে এসব গর্তগুলো পানিতে ভরে যায়। বাইরে থেকে দেখে বুঝার উপায় নেই কোনটা গর্ত আর কোনটা সমতল। এ গর্তের পানিতে পড়েই মৃত্যু হয় এ শিশুদের।

ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর