Logo

সারাদেশ

অভিযুক্ত গ্রেপ্তার

ঘাস কাটা শেখানোর কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:১৬

ঘাস কাটা শেখানোর কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ছাগলের ঘাস কাটা শেখানোর প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইম আলী (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (২৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ মার্চ) অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের ৮ বছরের এক শিশু ছাগলের জন্য আনতে যায়। ভুট্টা ক্ষেতে ঘাস কাটা শেষ হলে তার সহপাঠীরা চলে যায়। পরে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সাইম আলী (৪০) শিশুটিকে ফুঁসলিয়ে ঘাস কাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে শিশুটি তার মা-বাবাকে ঘটনা জানায়। পরদিন শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাইম আলী (৪০)-কে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মায়ের দেওয়া মামলার ভিত্তিতে সাইম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফজলুল করিম ফারাজী/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর