Logo

সারাদেশ

সাগরে ভাসছিলেন ১২ জেলে, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:২৭

সাগরে ভাসছিলেন ১২ জেলে, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

নৌকা বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসছিলেন ১২ জেলে। ৯৯৯ নম্বরে কল পেয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

সোমবার (২৪ মার্চ) দুপুরে দুবলার চর কোস্টগার্ড স্টেশন বরগুনা মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে মহাজনদের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, বরগুনার পাথরঘাটা উপজেলা ‘আবু হানিফ মুন্সি’ নামে একটি নৌকায় বঙ্গোপসাগরের গহীনে মাছ ধরতে যান ১২ জেলে। সাগরে মাছ ধরা অবস্থায় ১৯ মার্চ রাতে হঠাৎ নৌকাটির ইঞ্জিন বিকল হলে সাগরে ভাসতে থাকে। এ সময় নৌকাটি মাঝি বুদ্ধি খাটিয়ে ৯৯৯ এ কল দিয়ে কোস্টগার্ডের সহায়তা চান।

মাঝি মাসুমের মোবাইল নাম্বার ট্রাকিং করে দুটি স্টেশনের কোস্টগার্ড সদস্যরা ৪ দিন ভেসে থাকার পর ২৩ মার্চ সন্ধ্যায় তাদের অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করে দুবলা স্টেশনে আনা হয়।

রোববার (২৩ মার্চ) দুপুরে উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে তাদের হস্তান্তর করে কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. ইকবাল জানান, ৯৯৯- এ কল পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য স্টেশন দুবলা ও কচিখালীর সদস্যরা বঙ্গোপসাগরের গহীনে যায় জেলেদের উদ্ধার করতে। সেখানে একটি নৌকা ভাসতে দেখে তাদের সংকেত দেয়া হয় এবং কাছে গিয়ে তাদের অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। তবে আর দু’এক দিন ভাসমান থাকলে হয়ত ভারতের জলসীমানায় ঢুকে যেতো ওই নৌকাটি। 

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর