বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:৫৭

ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনী ত্রাণ ও নগদ সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বান্দরবান সেনা জোনের উদ্যোগে ৯টি পরিবারের মাঝে চাল, চিনি, তেল, লবণ, ডাল, আলু, পেঁয়াজসহ ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান জানান, সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, দুর্যোগকালীন সাধারণ মানুষের সহায়তায়ও কাজ করে যাচ্ছে। তিনি আশ্বাস দেন, প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) রাতে বান্দরবান শহরের সিএমবি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি বসতঘর পুড়ে যায়। এর আগে শুক্রবার একই এলাকায় আরও ৪টি ঘর পুড়ে গিয়েছিল।
সোহেল কান্তি নাথ/এআরএস