
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও মোড়ে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা দিরাই-সিলেট রুটের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, ‘শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সিলেটগামী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’
- আব্দুল হালিম/এমজে