কুমিল্লায় ৫৬ লাখ টাকার ট্রাকসহ ভারতীয় চোরাচালানি পণ্য আটক

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, কুমিল্লা
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:০৯

ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লাখ ৩৭ হাজার টাকা দামের একটি ট্রাকসহ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
সোমবার (২৪ মার্চ) ভোরে সদর উপজেলার বিবির বাজার বিওপি’র কটকবাজার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। এ সময় বিজিবি ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং একটি মিনি ট্রাক আটক করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। বিজিবি টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, পাছতোবি হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য আটক করে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে এবং যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন করছে। এরই ধারাবাহিকতায় ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকার ট্রাকসহ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করা সম্ভব হয়েছে। আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে।'
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস