ঈদ ও বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি বাজারে ক্রেতাদের ভিড়

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:১৫

পার্বত্য জেলা খাগড়াছড়িতে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষকে বরণে পাহাড়ে বৈসাবিকে কেন্দ্র করে পৌর শহরে বিপণিবিতানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। সাধ ও সাধ্যের মধ্যেই ঈদ আর বৈসাবিতে পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। তবে খাগড়াছড়ির বিভিন্ন শপিংমলগুলোর চেয়ে ফুটপাত বা রাস্তার ধারের দোকানগুলোতেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে বেশি।
তবে এ বছর গত বছরের চেয়ে পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে বলে জানিয়েছেন অনেক ক্রেতা।
ঈদের বাজার করতে আসা শারমিন সুমাইয়া বলেন, ‘ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি। কেনাকাটা প্রায় শেষের দিকে। পরিবারের জন্য নেওয়া হয়েছে। আমার একটা ফ্রক পছন্দ হয়েছে। ফ্রকটা নিয়েছি। এ বছর দাম কিছুটা নাগালের মধ্যে আছে।’
সামনে নতুন বছর উপলক্ষে বৈসাবির বাজার করতে আসা পঞ্চরিকা ত্রিপুরা বলেন, ‘বৈসাবির যেহেতু বাকি বেশিদিন নেই। তাই বাজার করতে চলে আসলাম। কিছু কাপড় আর গহনা নিলাম। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর তুলনামূলক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুর দাম কম আছে।’
একই সাথে ঈদ আর পাহাড়ের বৈসাবি উৎসব একই মাসে হওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা।
বিক্রেতা মো. হারুন জানান, পরপর দুটি উৎসব ঈদ আর বৈসাবি একই সাথে হওয়ায় বেচাবিক্রি আগের থেকে দ্বিগুণ হয়েছে। বিগত কয়েক মাসের দিনগুলোতে আমাদের ব্যবসায়িক মন্দা গিয়েছিল। এভাবে ক্রেতা আসলে পূর্বে আমরা যেই ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারব।’
পার্বত্য জেলা খাগড়াছড়ি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ বহণ করে পাহাড়ের বিভিন্ন উৎসব। এখানে জাতিধর্মবর্ণ নির্বিশেষে সবাই একে অপরের উৎসবকে ভাগাভাগি করে নেয়।
ছোটন বিশ্বাস/এমজে