Logo

সারাদেশ

চাঁদপুরে শতাধিক যানবাহনে তল্লাশি, ১০ গাড়ি জব্দ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:১৫

চাঁদপুরে শতাধিক যানবাহনে তল্লাশি, ১০ গাড়ি জব্দ

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় সড়কে চেকপোস্ট বসিয়ে ১০৭ যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। এ সময় ১১ মোটরসাইকেল আরোহী ও ৪ ট্রাক চালককে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৫টি মোটরসাইকেল এবং ৫টি গাড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সীমান্ত এলাকা গৃদকালিন্দিয়া এবং বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি জানান, ফরিদগঞ্জের অভিযানে ৫৫টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৫ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি গাড়ি জব্দ করা হয়। এসব গাড়ি এবং অবৈধ ৫টি মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডে ৫২টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৬ মোটরসাইকেল আরোহী ও ৪ ট্রাক চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে দুটি গাড়ি জব্দ করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এ কর্মকর্তা জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর