Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ সময়ে বরফ উৎপাদন, আইস ফ্যাক্টরিকে জরিমানা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২০:২৯

লক্ষ্মীপুরে নিষিদ্ধ সময়ে বরফ উৎপাদন, আইস ফ্যাক্টরিকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটে নিষিদ্ধ সময়ে বরফ উৎপাদন করায় জিলানী আইস ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত বরফের ক্যানগুলো বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫০টি বরফের ক্যান ধ্বংস করা হয় এবং বরফের ক্যানের মধ্যে থাকা ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে এসব ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা মোবাইল কোর্ট পরিচালনা করে ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, অভয়াশ্রম চলাকালে বরফ উৎপাদনের মাধ্যমে মাছ সংরক্ষণের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০টি বরফের ক্যান কেরোসিন ঢেলে ধ্বংস করা হয়েছে এবং ফ্যাক্টরি মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে।

মোস্তাফিজুর রহমান টিপু/সোহাগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর