সাটুরিয়ায় বিদ্যালয় স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২০:৪১

ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তর আদেশ বাঞ্ছাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর উদ্যোগে ছনকা বাজারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বরাইদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আহম্মাদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সোনারগা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল হোসেন (বিএসসি), ছনকা বাজার কমিটির সভাপতি রমজান আলী এবং স্থানীয় গৃহবধূ ফিরুজা বেগম।
ছনকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজাহান বলেন, ‘প্রধান শিক্ষক আব্দুস ছালামকে জড়িয়ে কিছু মহল ভুল তথ্য দিয়ে আমাদের মান-সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম জানান, ‘বিদ্যালয় স্থানান্তরের বিষয়ে ষড়যন্ত্র চলছে এবং আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। স্কুলের বর্তমান অবস্থান শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক নয়। বিদ্যালয় স্থানান্তর হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।’
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাউদ জামান বলেন, ‘বিদ্যালয় স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমরা সরকারি নিয়মের বাইরে যেতে পারি না।’
সমাবেশে বক্তারা বলেন, ‘নদীর পশ্চিম পাড়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বিদ্যালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্ত যথার্থ। বিদ্যালয়ের জন্য ইতোমধ্যে ছনকা বাজার সংলগ্ন ৮৫ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। দ্রুত স্থানান্তর কার্যকর করা জরুরি।’
আফ্রিদি আহাম্মেদ/এআরএস