
ফেনীতে বিগত আন্দোলন সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার ও শুভেচ্ছা কার্ড বিতরণ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৫ মার্চ) সোনাগাজীতে আন্দোলনকালে নিহত ও আহতদের বাড়ি বাড়ি গিয়ে উপহার তুলে দেন জেলা ছাত্রদলের নেতারা।
নিহত নেতাকর্মীদের মধ্যে শহীদ শহিদুল্লাহ, আব্দুস সাত্তার, শহীদ মাহফুজুর রহমান, শহীদ নুর হোসেন শিপন ও জামাল উদ্দিনের পরিবারকে উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র সহসভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদার, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব নুর আলম সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য নাঈম উদ্দিন রাজু প্রমুখ।
এমরান পাটোয়ারী/এমবি