-67e3d85a6ed1d.jpg)
উদ্ধার হওয়া ইমাম আজিজুর রহমান আজিজী।
আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালা থেকে মঙ্গলবার (২৫ মার্চ) আজিজুর রহমান আজিজী নামের অপহৃত মসজিদের ইমামকে ২ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অপহৃত মসজিদের ইমামকে সন্ত্রাসীরা ছেড়ে দেয়।
জানা গেছে, ঈদগড় থেকে তিনি সিএনজি যোগে জানাজার নামাজে অংশ নিতে হতে ঈদগাঁও যাচ্ছিলেন মিজানুর রহমান আজীজী। পথিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় সড়কে ব্যারিকেড দিয়ে সিএনজিতে থাকা যাত্রীদের মারধর ও লুটপাট করে মিজানকে পাহাড়ে তুলে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।
পরে সন্ত্রাসীরা মুঠোফোনে অপহৃতের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর কষাকষির এক পর্যায়ে দুই লাখ টাকা মুক্তিপণে অপহৃত মিজানুর রহমান আজিজীকে ছেড়ে দিতে রাজি হয় সন্ত্রাসীরা।
এ বিষয়ে ঈদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ‘অপহৃত ব্যক্তি ছাড়া পেয়েছেন বলে জানতে পেরেছি। তবে মুক্তিপণের বিষয়টি জানি না।’
উল্লেখ্য, ঈদগাও-ঈদগড় সড়কে থেমে নেই সশস্ত্র সন্ত্রাসীদের ডাকাতি ও অপহরণ বাণিজ্য। দুর্ধর্ষ ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সর্বশেষ তথ্য মতে, সড়কের হিমছড়ি নামক ঢালা থেকে জাগের হোসাইন নামের এক গরু ব্যবসায়ীকে অপহরণের চব্বিশ ঘণ্টা পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই