একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ মারা গেছেন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৭:৪৫

একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ আর নেই। বুধবার (২৬ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার মেজো ছেলে প্রবীর দাশ।
সুষমা দাশ ১৯৩০ সালের ১ মে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রখ্যাত লোককবি রসিকলাল দাশ এবং মাতা সংগীত রচয়িতা দিব্যময়ী দাশ। ছয় ভাই বোনের মধ্যে সুষমা দাশ সবার বড়। তার আপন ছোটভাই একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রাম কানাই দাশ।
সংগীতে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদক লাভ করেন এই গুণী শিল্পী।
তিনি পল্লীগান, কবিগান, লোকগান, রিগান, ঘাটুগান, ধামাইল, সূর্যব্রত, লাগান, কীর্তন, মনসা, গোষ্ঠলীলা, সুবল মিলন, বাউলা, ভাটিয়ালী, পীর-মুর্শিদি ইত্যাদি গেয়েছেন। এ ছাড়াও সৈয়দ শাহনূর, শিতালং ফকির, দীন ভবানন্দ, কালা শাহ, লালন সাঁই, আরকুম শাহ, হাসন রাজা, রাধারমন দত্ত, মদনমোহন, উকিল মুন্সী, জালাল খাঁ, দীনহীন, অধরচান, রামজয় সরকার, শ্যামসুন্দর, দুর্গাপ্রসাদ, রসিক লাল দাশ, কামাল পাশা, দুর্বিন শাহ, শাহ আবদুল করিম, গিয়াস উদ্দিন প্রমুখের গান গেয়েছেন।
ডিআর/এমজে