Logo

সারাদেশ

জামালপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:৫৪

জামালপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শহীদ স্মারক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার। আরও উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল ও সহকারী সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে জেলার ১৪ জন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রকাশিত ‘জুলাই-২০২৪ বিপ্লব’ গ্রন্থের ১০ খণ্ডের শহীদ স্মারক উপহার দেওয়া হয়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর