
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে বিরল প্রজাতির ‘গন্ধগোকুলকে’ প্রকৃতিতে অবমুক্ত করেছে জেলা বন বিভাগ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে খাগড়াছড়ির আলুটিলায় বন বিভাগের কর্মকর্তা মো. ফরিদ মিঞাসহ অন্যান্য কর্মকর্তারা একত্রিত হয়ে প্রাণীটিকে অবমুক্ত করেন।
গুইমারা উপজেলার বাসিন্দা ফাহিম ফয়সাল জানান, কিছুদিন আগে গন্ধগোকুলটি তাদের এলাকায় এসে কবুতর শিকার করতো। একদিন তিনি প্রাণীটিকে কুকুরের কামড়ে আহত অবস্থায় দেখে বন বিভাগকে খবর দেন। এরপর বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে এবং চিকিৎসা দিয়ে সুস্থ করার পর প্রকৃতিতে ছেড়ে দেয়।
বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গন্ধগোকুলটি বিলুপ্তপ্রজাতির প্রাণী। আমরা এটি উদ্ধার করে সেবা দেওয়ার পর নিরাপদ স্থানে মুক্তি দিয়েছি। আশা করি, এই জায়গাটি প্রাণীটির জন্য নিরাপদ হবে।’
ছোটন বিশ্বাস/এটিআর