Logo

সারাদেশ

নাসিরনগরে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

Icon

লিটন হোসাইন জিহাদ

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:৩৯

নাসিরনগরে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকটে ভুগছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এ হাসপাতালের ২১টি চিকিৎসক পদের মধ্যে ১৪টিই শূন্য। বর্তমানে মাত্র ৭ জন চিকিৎসক রয়েছেন, তবে এর মধ্যেও ২ জন সংযুক্তি আদেশে অন্যত্র কর্মরত। ফলে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

অপর্যাপ্ত চিকিৎসকের পাশাপাশি নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরও তীব্র সংকট রয়েছে এই হাসপাতালে। জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় অনেক সময় ওয়ার্ড বয়দের দিয়েই প্রাথমিক চিকিৎসা করানো হচ্ছে।

অভিযোগ রয়েছে, পিয়ন ও ওয়ার্ড বয়দের দিয়ে ব্যান্ডেজ, সেলাইসহ ছোটখাট অস্ত্রোপচারও করানো হচ্ছে, যা রোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০০-৬০০ রোগী এবং অন্তর্বিভাগে ৮০-৯০ রোগী ভর্তি থাকেন। ৫০ শয্যার এ হাসপাতালে জায়গার সংকটে অনেক রোগীকে মেঝে বা বারান্দায় থাকতে হয়। শুধু নাসিরনগর নয়, পাশের সরাইল, মাধবপুর, লাখাই ও অষ্টগ্রাম থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন, যা সংকটকে আরও প্রকট করে তুলেছে।

উপজেলার ১৩টি ইউনিয়নে ১টি পল্লী স্বাস্থ্য কেন্দ্র, ৩টি উপস্বাস্থ্য কেন্দ্র এবং ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। তবে সেখানেও প্রয়োজনীয় জনবল এবং সরঞ্জামের অভাব। ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগীরা বলেন, হাসপাতালে দ্রুত চিকিৎসক নিয়োগসহ প্রয়োজনীয় জনবল সংকট দূর করতে হবে। পাশাপাশি জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক নিয়োগ ও স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেছেন তারা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট বলেন, জনবল সংকটের কারণে চিকিৎসা কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নিয়মিত জানাচ্ছি।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর