Logo

সারাদেশ

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি অনুদান প্রদান

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:৫৩

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি অনুদান প্রদান

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ২৪ জন আহত যোদ্ধার হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রথম পর্বে অনুদান চেক প্রাপ্তদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৫জনকে দেওেয়া হয়েছে ২ লাখ করে ১০লাখ টাকা এবং ‘বি’ ক্যাটাগরির ১৯জনকে ১৯ লাখ টাকা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, জুলাই যোদ্ধাদের নির্ধারণ করতে আমরা সর্বোচ্চ সর্তকর্তা ও স্বচ্ছতা রেখেছি। রাষ্ট্র আহতদের বিষয়টি গুরুত্ব দিয়ে ঈদকে কেন্দ্র করে এই অনুদানের ব্যবস্থা করেছে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলআমিন ভূঁইয়া/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর