Logo

সারাদেশ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৮:০৪

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বান্দরবান সদর জোনের মাল্টিপারপাস শেট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান। 

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সম দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা চাই, আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান জোনের উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধসহ সেনাবাহিনীর কর্মকর্তারা। 

পরে বান্দরবান জোনের আওতাধীন ২ শতাধিক গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদসামগ্রী প্রদান করা হয়।  

সোহেল কান্তি নাথ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর